দক্ষতা বৃদ্ধিতে অনলাইন শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন শিক্ষামন্ত্রী

৩১ আগষ্ট, ২০২০ ২০:০০  
কারিগরি শিক্ষার প্রসারে এর মানোন্নয়নে দক্ষতা বাড়াতে অনলাইন শিক্ষা খুবই গুরুত্ববহ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ডিগ্রিগুলোকে ভেঙে ভেঙে মডিউল ভিত্তিক শিক্ষার মাধ্যমে অনলাইনে এই দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) আয়োজনে এক অনলাইন সেমিনারে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, কারিগরির প্রসারে প্রয়োজন মানোন্নয়ন। আমাদের দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হয়নি। সেই নিয়োগ দেওয়ার বড় উদ্যোগ নিয়েছি। শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। মানসম্মত ল্যাব, ইকিউপমেন্ট এগুলো থাকতে হবে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমির লিংকেজ খুব জরুরি। এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) সভাপতি মোসতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোরাদ হোসেন মোল্লা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরাবের সাধারণ সম্পাদক নিজামুল হক।